এর ঠিক আগমুহূর্তে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এক সরকারি বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশুদেরও খুঁজে পাওয়া গেছে।
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের কারও অবস্থা মাঝারি, কারও হালকা।
ইসরাইলি সরকারের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে এবং দেশের ২২টি স্থানে এই হামলার প্রভাব পড়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে, তারা ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর পরপরই ইসরাইলি সেনাবাহিনী সতর্কবার্তা জারি করে নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যেতে বলে।





