বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদির। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদির সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।
মার্কিন আমদানি শুল্কের আওতামুক্ত থাকাই মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরের মূল এজেন্ডা। এছাড়া অভিবাসন, দ্বিপক্ষীয় বাণিজ্যসহ আলোচনা হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে।
ভারতের নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা সরঞ্জাম ও জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে নয়াদিল্লির। নরেন্দ্র মোদির দুই দিনের সফরে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।