সোমবার (২০ জানুয়ারি) এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে ৫০ হাজার কোটি ডলার নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন ট্রাম্প।
ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে ১০ হাজার, আগামী চার বছরে মোট ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার।
ট্রাম্প জানান, দায়িত্ব নেয়ার পরপরই দেশে তিন লাখ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন। আরও বলেন, কানাডা আর মেক্সিকোর পণ্যে শুল্কারোপ কার্যকর হতে পারে দুই সপ্তাহেই। হুমকি দেন চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্কারোপের।
জানান, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে।