পাকিস্তানে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণ করবে ভারত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের তথ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমেনি এতটুকু। পেহেলগাম কাণ্ডের পর টানা সপ্তম দিনের মতো লাইন অব কন্ট্রোলে দুই পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।
এরইমধ্যে আজাদ কাশ্মীরে সীমানা অতিক্রম করায় ভারতের দুটি কোয়াড হেলিকপ্টার ভূ-পাতিত করেছে পাকিস্তান। এ ছাড়াও লাইন অব কন্ট্রোলে ভারতীয় দুটি যু্দ্ধবিমানকে তাড়া করেছে বলেও দাবি পাকিস্তানের এয়ার ফোর্সের।
দুই পরাশক্তি ভারত-পাকিস্তান যখন একে অপরের দিকে বন্দুক তাক করে আছে, এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিরুদ্ধে নতুন করে আরও কিছু পদক্ষেপ ভারত। নিজেদের আকাশসীমায় পাকিস্তানের সামরিক বিমানসহ যেকোনো ধরনের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। আর তা বহাল থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। অবশ্য এর সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় এয়ার ফোর্স।
আরো পড়ুন:
এদিকে, দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে ভারত ও পাকিস্তান দুদেশকেই শীতল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেসময় দুদেশকেই উত্তেজনা কমানোর পরামর্শ দেন তিনি। একইসঙ্গে পেহেলগামকাণ্ডের সুষ্ঠু তদন্তে নয়াদিল্লিকে সহযোগিতার জন্যও ইসলামাবাদের প্রতি আহ্বান জানান তিনি।
ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনকে টেক্কা দিতে নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়কেই পাশে চায় ওয়াশিংটনের। তাই পেহেলগাম হত্যাকাণ্ডে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে-এমন আশ্বাস দিলেও পাকিস্তানকে কোনো ধরনের চাপ দিচ্ছে না তারা।
এদিকে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগার থেকে মুক্তির বিষয়টি ক্রমশ মলিন হচ্ছে। ১৯০ মিলিয়ন ডলার দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ইমরান খানের শুনানি ২০২৫ সালে হবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।