যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

ডোনাল্ড ট্রাম্প, বেনইয়ামিন নেতানিয়াহু
ডোনাল্ড ট্রাম্প, বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

শান্তি আলোচনা ও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার মধ্যেও এক মুহূর্তের জন্য হামলা বন্ধ করেনি ইসরাইল। গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) একদিনেই হত্যা করা হয়েছে ৪১ ফিলিস্তিনিকে। গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৬ হাজার। এমন পরিস্থিতিতে আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি আছেন উল্লেখ করে ইতিবাচক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী’ বলে আখ্যা দিয়েছে ইসরাইল।

ইসরাইলের একের পর এক হামলায় পালানোর পথ পাচ্ছেন না গাজার বাসিন্দারা। হামলা থেকে প্রাণে বাঁচতে মধ্য ও দক্ষিণ গাজার বাসিন্দারা পশ্চিমে আশ্রয় নিলেও সেখানেও বন্ধ নেই ইসরাইলি বাহিনীর বর্বরতা। তাই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিনই নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে।

গাজায় বসবাস করা একজন বলেন, ‘শিশু, নারী, বৃদ্ধ সবাই ইসরাইলের টার্গেট। এখানে কোনো নিরাপদ জায়গা নেই। জীবন বাঁচাতে আমরা এখানে পালিয়ে এসেছি। কিন্তু এ জায়গাও নিরাপদ না।’

অন্য একজন বলেন, ‘এখানে জীবন চলে না। আমরা আমাদের জীবনের নিরাপত্তা পাচ্ছি না। আমি দক্ষিণের পুরো এলাকা খুঁজে দেখেছি। কোথাও নিরাপদ জায়গা পাইনি।’

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে গাজা যুদ্ধ অবসানে ইতিবাচক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্য সংকট সমাধানে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি তিনি। দুই পক্ষ থেকেই খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। সোমবারের বৈঠকে নেতানিয়াহুকে তিনি চুক্তির বিষয়ে চাপ দেবেন বলেও জানান।

আরও পড়ুন:

এ বিষয়ে সহযোগিতার জন্য ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের প্রশংসা করেন। বলেন, এই চুক্তি গাজার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবকে 'গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী' বলে ব্যাখ্যা করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গাজায় হামাসের নিয়ন্ত্রণ না থাকার প্রস্তাবে স্বাগত জানিয়েছেন তিনি। ইসরাইলের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্প ও নেতানিয়াহুর আজকের বৈঠককে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।

রোববার এক বিজ্ঞপ্তিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে প্রাণহানি ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত এক লাখ ৬৮ হাজারেরও বেশি।

এদিকে ইসরাইলে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

এসএস