যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের; অস্বীকার করেছে ইরান

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি এলাকা
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি এলাকা | ছবি: ইয়েনেট নিউজ
0

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরান।

এর আগে, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরাইল প্রতিরক্ষা বাহিনীকে ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালোভাবে জবাব দেয়ার’ নির্দেশ দিয়েছেন।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ ভোরে বলেছিলেন যে, ইসরাইল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেয়া বন্ধ করবেন।

এনএইচ