মার্কিন হামলায় তেহরান-ওয়াশিংটন উত্তেজনা তুঙ্গে

আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প
আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান-ইসরাইল উত্তেজনা এখন তেহরান-ওয়াশিংটন কেন্দ্রিক উত্তেজনায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা জবাব কীভাবে দেয় তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব।

করণীয় ঠিক করতে এরমধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন হামলা ক্ষমার অযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।

এমন উত্তেজনার মধ্যেই মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ফোনালাপে দুই নেতাই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন হামলার বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে জ্বালানি তেল পরিবহনে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টে।

এসএস