যুদ্ধবন্দির মুক্তি নয়, গাজা বিজয়ই ইসরাইলের লক্ষ্য

বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধের মূল লক্ষ্য বন্দিদের মুক্ত করা নয়, হামাসের বিরুদ্ধে বিজয় অর্জন, এমন বিস্ফোরক কথা বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (বৃহস্পতিবার, ২ মে) জেরুজালেমে এক বক্তব্যে তিনি জানান, শত্রুপক্ষের বিরুদ্ধে ইসরাইল জয় পাবেই। এদিকে প্রায় দুই মাস ধরে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। এতে করে গণহত্যার চেয়ে খাদ্য সংকটে আরও বেশি ফিলিস্তিনি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৩১ ফিলিস্তিনির।

ছোট এই উপত্যকায় কোনো এক সময় কৃষিকাজ হলেও দেড় বছরেরও বেশি সময় ধরে হামলা করে সেই পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এই ভূখণ্ডে এখন আর কৃষিকাজ হয় না। ইসরাইলি প্রশাসন ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়ায় উপত্যকাটিতে খাদ্য সংকট অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও তীব্র আকার ধারণ করেছে। খাদ্যপণ্যের দরও আকাশছোঁয়া।

স্থানীয় একজন বলেন, ‘একটা আলু দেড় ডলার প্রায়। শসা, টমেটোতে হাত দেয়া যায় না। খাদ্যপণ্যের দর আকাশচুম্বী কারণ সরবরাহ নেই।’

অন্য একজন বলেন, ‘আটা, ময়দা, গম কিছুই নেই। ময়দার দাম তো এখনও অস্বাভাবিক। ৩০ কেজি গমের ময়দার দাম নাকি ৫০০ থেকে ৬০০ ডলার। মানুষের কাছে টাকা নেই।’

এমন অবস্থায় উপত্যকার শিশুরা খাদ্য সংকটে চরম পুষ্টিহীনতার শিকার হচ্ছে। খাবার আর ওষুধবাহী ট্রাক সীমান্তের ওপারে আটকে থাকলেও প্রবেশ করতে পারছে না উপত্যকায়। গণহত্যা নয়, এই মুহূর্তে খাবারের সংকটে মৃত্যু হতে পারে গাজার অনেক মানুষের। প্রায় ৬০ দিনের মতো উপত্যকায় বন্ধ ত্রাণ সরবরাহ। এখনও সীমান্তের ওপারে অপেক্ষা করছে তিন হাজার ট্রাক।

স্থানীয় একজন বলেন, ‘আমার বাচ্চাটা দেখতে পাল্টে গেছে। প্রতিদিন ২০০ গ্রাম করে ওজন হারাচ্ছে বাচ্চাটা। দুধ খাওয়ানোর চেষ্টা করছি। লাভ হচ্ছে না।’

এরপরও গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। হামলা হয়েছে মধ্য আর উত্তর গাজায়ও। পশ্চিমতীরেও অব্যাহত আছে ইসরাইলি আগ্রাসন। গণহত্যা আর বন্দিদের মুক্ত করতে কোনো পদক্ষেপ না নেয়ায় বেনইয়ামিন নেতানিয়াহু কঠোর সমালোচনার মুখে পড়লেও ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধের প্রধান লক্ষ্য বন্দিদের মুক্ত করা নয়, বরং হামাসের বিরুদ্ধে বিজয়। আরেক বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী সারা নেতানিয়াহু বলেছেন, ৫৯ জন বন্দির মধ্যে জীবিত আছেন মাত্র ২৪ জন।

শুধু গাজা নয়, সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে হামলা করেছে আইডিএফ। অন্যদিকে, ইয়েমেনি হুতি বিদ্রোহীরা ফের ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল হামলার দাবি করেছে। যদিও মিসাইল ভূপাতিত করার পাল্টা দাবি করেছে আইডিএফ।

এদিকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে। মাল্টার উপকূলে এই হামলা কারা করেছে, বিশ্বাসযোগ্য কোনো সূত্র পাওয়া না গেলেও আরব গণমাধ্যম বলছে, হামলা চালিয়েছে ইসরাইল। ফ্রিডম ফ্লোটিলায় জাহাজে ছিলেন অন্তত ৩০ জন ফিলিস্তিনের সমর্থক। এতে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএস