বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে জড়ো হতে শুরু করেছেন ভোটাররা। দ্বিতীয় ধাপে ১২টি প্রদেশের ১শ' টাউনশিপে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জাতিগত সংঘাতের জেরে এসব এলাকায় গেল কয়েকমাস ধরে নিরাপত্তা জোরদার করেছে জান্তা।
আরও পড়ুন:
এর আগে, গত ২৮ ডিসেম্বর ১০২টি টাউনশিপে ভোট হয়েছে। যেখানে প্রায় ৯০ শতাংশ আসনই চলে গেছে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভলপমেন্ট পার্টি, ইউএসডিপির দখলে। তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।





