ইসরাইলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদি কমিউনিটির মধ্যে। অবশ্য ইয়েমেনের ছোঁড়া ঐ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ।

জরুরি সাইরেনের শব্দে কাঁপছে ইসরাইল। স্থানীয় সময় আজ (রোববার, ২৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে তেল আবিব ও জেরুজালেমসহ বেশ কয়েকটি শহরে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের।

ইহুদিদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তারা। রোববারও ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল।

তবে হুতিদের ছোঁড়া ঐ ক্ষেপণাস্ত্র ইসরাইল ভূখণ্ডে আঘাত করার আগেই তা ভূপাতিত করার দাবি করে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ। আইডিএফ মুখপাত্র জানান, হুতিদের মিসাইল ভূপাতিত করা হয়েছে। তাদের এ হামলায় কোন ধরনের হতাহত হয়নি।

এনিয়ে গেল ৫ দিনে মোট ৪ বার ইসরাইল ভূখণ্ডে হামলা করেছে হুতিরা। এর আগে ইসরাইলের তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দরে পরপর তিনবার ক্ষেপণাস্ত্র হামলা করে তারা। এতে ব্যাহত হয়েছে বিমানবন্দরে কার্যক্রম। এ ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদি কমিউনিটির মধ্যে।

গাজায় ফিলিস্তিনিদের ওপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না করলে এ হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

ইএ