যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই ফের গাজায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) সকাল থেকে উপত্যকাটিতে একযোগে বিমান ও স্থল অভিযানে নামে তারা। একের পর এক বোমার শব্দে কেঁপে উঠে সেখানকার মাটি।
ইসরাইলি এ হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে নিহতের সংখ্যা। বাদ যায়নি নারী, শিশু ও বৃদ্ধও। হামাসের নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবু ওয়াতফাও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
গেল জানুয়ারির পর এবারই প্রথম গাজায় এতো বড় অভিযান চালিয়েছে তেল আবিব। সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে অভিযান চালানোর ঘোষণা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর।
আল-জাজিরা বলছে, দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরাইল। হামাসের শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়নি তারা। অপরদিকে যুদ্ধবিরতি পণ্ডের জন্য ইসরাইলকেই দায়ী করছে হামাস।
এদিকে ওয়াশিংটন বলছে, গাজায় হামলা করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন হামাস, হুথি এবং ইরান-যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের মাশুল দিতে গুণতে হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। ইরান সমর্থিত গোষ্ঠী হামাস, হুথি ও হিজবুল্লাহকে এর মাশুল গুণতে হবে।'
আর জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ডানম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, যতক্ষণ না পর্যন্ত বন্দিদের মুক্তি দিচ্ছে হামাস, ততক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলা চলতে থাকবে।
জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ডানম বলেন, 'শত্রুর প্রতি কোনো দয়া দেখানো হবে না। সব বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত ইসরাইল আক্রমণ বন্ধ করবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি গাজায় অভিযান বন্ধ করতে বলে, তবে বন্দিদের মুক্তির বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে।'
হামাস বলছে, গাজায় পুনরায় অভিযান শুরুর মাধ্যমে বন্দিদের বলিদান করলো ইসরাইল। যদিও জরুরি ভিত্তিতে উপত্যকাটিকে ইহুদি হামলা থামাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।