নেতজারিম করিডোর থেকে সেনা সরি নিচ্ছে ইসরাইল

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজার নেতজারিম করিডোর থেকে ইসরাইলি সেনা সরিয়ে নিচ্ছে তেল আবিব। ফলে দু'ভাগ হয়ে যাচ্ছে গাজা উপত্যকা। এদিকে ইসরাইলি বন্দিদের ফিরে পেয়ে খুশির বন্যায় ভাসছে তাদের স্বজনরা। তবে বেশিরভাগ বন্দিদের স্বাস্থ্যের অবস্থার বেহাল দশায় হওয়ায় ক্ষোভে ফুঁসছে তেল আবিব। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ নিয়ে বিক্ষোভে নামে হাজারও ইসরাইলি।=

দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর হামাস ও ইসরাইলের মধ্যে চলছে বন্দিবিনিময়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার পঞ্চম দফায় তিন ইসরাইলিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ছাড়া পায় ১৮৩ ফিলিস্তিনি।

হামাসের হাত থেকে বেঁচে পরিবারের কাছে ফিরতে পারায় আনন্দের বন্যায় ভাসছেন ইসরাইলি বন্দিরা।

মুক্তি পাওয়া একজন ইসরাইলির আত্মীয় বলেন, 'দুই দিন আিগেও আমরা জানতাম ইলি শারাবি বেঁচে আছে। যখন হামাস মুক্তি পেতে যাওয়া তিন বন্দির নাম প্রকাশ করেছে তখন জানলাম যে সে এখনও জীবিত। সেই মুহূর্তে কী যে খুশি লাগছে, বলে প্রকাশ করার মতো না।'

তবে শনিবার মুক্তি দেয়া তিন ইসরাইলি বন্দির শারীরিক পরিস্থিতি বেশি ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

ইসরাইলি চিকিৎসক ডাক্তার ইয়েল ফ্রেঙ্কেল বলেন, 'দীর্ঘ দিন বন্দিদশায় থাকায় তাদের শরীরে জটিল কিছু সমস্যার তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ বেশ সময় সাপেক্ষ।'

ফিলিস্তিনিদের সহায়তার পরেও হামাসের হাতে বন্দিরা নির্যাতিত হচ্ছে এমন অভিযোগে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরাইলি।

স্থানীয় একজন বলেন, 'পরিস্থিতি আসলে আগেই জানা ছিল। তবে নিজের চোখে দেখে আরও অবাক হয়েছি। এবারের বন্দিদের শারিরীক পরিস্থিতি আগের বন্দিদের তুলনায় অনেক খারাপ। তাদের ওজন কমে গেছে অনেক। তাদের ক্ষুদার্ত রেখেছে দিনের পর দিন।'

প্রতিদিন ৬০০ ট্রাক খাবর ও জরুরি সহায়তা পাঠানো হয়েছে গাজায়। অথচ হামাস আমাদের বন্দিদের ক্ষুদার্ত রেখেছে। তাদের ওপর অমানুষিক নির্যাতন করেছে।

এদিকে গত সপ্তাহে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া থাইল্যান্ডের ৫ নাগরিক রোববার নিজ দেশে ফিরেছেন। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে তাদের বরণ করতে ভিড় করেন স্বজনরা। দীর্ঘ ১৫ মাস পর আপনজনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা।

শনিবারের বন্দিবিনিময়ের পর গাজার উত্তরাঞ্চলের নেতজারিম করিডর থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে ইসরাইল। রোববার সকালের মধ্যে পুরোপুরি এ প্রক্রিয়া শেষ হবে বলে জানায় ইসরাইলি সংবাদমাধ্যম। এতে দুইভাগ হতে যাচ্ছে গাজা উপত্যকা।

এসএস