১১০ ফিলিস্তিনির বিনিময়ে আট জিম্মিকে মুক্তি দেবে হামাস

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ গাজা থেকে তিন ইসরাইলি এবং পাঁচ থাই জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিনিময়ে মুক্তি পাবে ১১০ ফিলিস্তিনি বন্দি। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

গতকাল কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসের কাছ থেকে পাওয়া নামের তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে ইসরাইল। মুক্তি পেতে যাওয়া তিন ইসরাইলি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বেরগার এবং গাদি মোসে মোজেস।

তবে পাঁচ থাই নাগরিকের নাম জানায়নি তেল আবিব। গাজায় ৪২দিনে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ৩৩ জিম্মির বিনিময়ে এক হাজার ৯শ' ফিলিস্তিনি কারাবন্দিকে ছেড়ে দেয়ার কথা রয়েছে ইসরাইলের। ইতোমধ্যে দুই দফায়, ৭ জিম্মির বিনিময়ে প্রায় ৩শ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল।

এএম