বৃষ্টির পানিতে ভেসে যাছে ফিলিস্তিনিদের আশ্রয়স্থলের তাঁবুগুলো। দেইর আল-বালাহ ও খান ইউনিসের শরণার্থী শিবিরে চরম দুর্ভোগে পড়েছেন গাজাবাসী। ঝড় ও বাতাসে ছিন্নভিন্ন হয়ে গেছে তাঁবু। জরাজীর্ণ ছাঁদ চুঁইয়ে অনবরত পড়ছে পানি। প্রচণ্ড শীতে কাবু হয়ে আছেন বাসিন্দারা।
গাজা শহরের পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানির পাম্প স্টেশন ইসরাইলি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে প্রায় প্রতিটি আশ্রয় শিবিরে। প্রতিদিনই ইসরাইলি হামলায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা।
ইসরাইল বলছে গাজায় সব ধরনের মানবিক সহায়তা পৌঁছানোর অনুমোদন নেয়া হয়েছে। তবে বাস্তবচিত্র একেবারেই উল্টো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গেল দুই মাসে ১৪০ বারের মতো গাজার উত্তরে ত্রাণ পৌঁছাতে গিয়ে বাধার মুখে পড়েছে বিভিন্ন সংস্থা। খাদ্য, পানি ও স্যানিটেশন সংকটে ভুগছে গাজাবাসী।
গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। চলমান বৈশ্বিক যুদ্ধ বন্ধ করে সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘ইয়েমেনে হুথিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। ফ্লাইটে ওঠার সময় আমরা ইসরাইলি হামলার শিকার হয়েছি। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতিতে হুমকির মুখে আছে বেসামরিক নাগরিক, মানবিক ও স্বাস্থ্যকর্মীরা। নতুন বছরে বিশ্ব নেতাদের অবশ্যই শান্তির বার্তা নিয়ে আসতে হবে।’
এবার হুথি বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি জানিয়েছেন জাতিসংঘের ইসরাইলি প্রতিনিধি। তিনি বলেন, হামাস, হিজবুল্লাহর মতো হুথিদের কপালেও একই দুঃখজনক পরিণতি অপেক্ষা করছে। ইরানকেও সতর্ক করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা আছে ইসরাইলের।
জাতিসংঘের ইসরাইলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করে বলছি। ইসরাইল তাদের নিজেদের সুরক্ষায় অন্য কারও ওপর নির্ভর করে না। যেকোনো হুমকি মোকাবিলায় আমরা যথেষ্ট শক্তিশালী। হুথি নেতৃত্ব ধ্বংস করতে বেশি সময় প্রয়োজন হবে না।’
এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরাইলের কোনো হুমকি-ধামকি কানেই তুলছে না। তাদের ভূখণ্ড লক্ষ্য একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। স্থানীয় সোমবার মধ্যরাতে তেল আবিবে বেজে ওঠে সাইরেন। কিছু সময় পর দেখা যায় তেল আবিবের রাস্তায় পড়ে আছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।
জাতিসংঘের আশঙ্কা, ইসরাইল-হুথি সাম্প্রতিক উত্তেজনায় মধ্যপ্রাচ্য সংকট নতুন বছর আরও বিস্তৃত হবে।