গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ২ শিশু, ১৩ দিন ধরে ত্রাণ অবরোধ

গাজা উপত্যকায় ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে | এখন
0

গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর ইসরাইলি হামলায় অন্তত ২ শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া, গেল ১৩ দিন ধরে উপত্যকাটিতে সব ধরনের ত্রাণ সহায়তা আটকে রেখেছে নেতানিয়াহু বাহিনী।

এদিকে আল জাজিরার তথ্য বলছে, গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতি কার্যকর করতে তৎপর হয়ে উঠেছে হামাস।

তবে, প্রথমধাপে অস্ত্রবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানোর শর্তে বেশ কয়েকজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইল ও হামাসের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।

পাশাপাশি টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হচ্ছে, গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নিতে আফ্রিকার দেশগুলোর সাথে যৌথভাবে যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ইএ