আন্তর্জাতিক-সম্পর্ক-বিশ্লেষক

সচিব পর্যায়ের বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা ঢাকার

সচিব পর্যায়ের বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা- বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে। যদিও ভারত কি ব্যবস্থা নেয়- তার জন্য অপেক্ষা করতে হবে।

'আগরতলায় হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন'

'আগরতলায় হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন'

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ-ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের।

দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে ভারত, নেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলছেন বিশ্লেষকরা

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত শুধু দুঃখ প্রকাশ করে দায় সেরেছে। কিন্তু, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে কিছুই জানায়নি দেশটি। এটাকে চরম হতাশাজনক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমেই প্রমাণ হয়- হামলার ঘটনায় ভারত সরকারেরও ইন্ধন থাকতে পারে।

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

গাজা ও লেবাননে অভিযান জোরদারের পাল্টা জবাব হিসেবে ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ১০ জনের বেশি ইসরাইলি আহতের পাশাপাশি তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমনকি হিজবুল্লাহর হামলায় লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে দখলদার বাহিনী পিছু হটেছে বলেও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রস্তাবে বারবার ভেটো দিয়ে জাতিসংঘের বৈধতাকে যুক্তরাষ্ট্র হুমকিতে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত আনা যেতে পারে শেখ হাসিনাকে

২০১৩ সালের বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিই পারে শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে। তবে তার জন্য দরকার কূটনৈতিক দূরদর্শিতা। আইন বিশেষজ্ঞরা এমন মনে করলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; তা নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর। তবে ফেরানো না গেলেও দোষী সাব্যস্ত হলে দণ্ডপ্রাপ্ত হবেন তিনি, বাজেয়াপ্ত হবে সম্পদ। আর নির্বাচনে অংশ নেয়াও প্রায় অসম্ভব হবে তার জন্য।