মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

'গাজায় ইসরাইলি সেনাদের ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই'

গাজায় আইডিএফের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। তাই উপত্যকায় ইসরাইলি সেনাদের ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। পদচ্যুত হওয়ার দু'দিন পর এমন মন্তব্য করেন ইয়োভ গ্যালান্ত।

হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সঙ্গে আলাপচারিতায় গ্যালান্ত জানান, নেতানিয়াহুর ইচ্ছার কারণেই আইডিএফ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে গাজায় রয়েছে। ইসরাইলের স্থিতিশীলতার জন্য গাজায় সেনা উপস্থিতি প্রয়োজন, নেতানিয়াহুর এমন দাবিকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন গ্যালান্ত।

তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদচ্যুত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালের মার্চে গ্যালান্তকে বরখাস্ত করলেও জনরোষের কারণে কয়েকদিনের মধ্যে আবার দায়িত্বে পুনর্বহাল করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে নেসেটের ভোটাভুটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছে ইসরাইল কাটজের নিয়োগ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর