মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

‘লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার ধকল বিশ্ববাসী সইতে পারবে না’

জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

আকাশপথে হামলার মাধ্যমে স্থল অভিযানের ক্ষেত্র প্রস্তুত করছে ইসরাইল। এমনটাই দাবি করছে তেল আবিবের সামরিক বাহিনীর প্রধান। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দাবি, হিজবুল্লাহকে ধ্বংস করা সম্ভব না। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনভর হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার ধকল বিশ্ববাসী সইতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কয়েকদিন ধরে চলা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এমনই সতর্কবার্তা উচ্চারণ করেন অ্যান্তোনিও গুতেরেস।

তবে জাতিসংঘ মহাসচিবের বার্তাকে উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। গেল সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে দেশটিতে চার ধাপে ২৫০ এর বেশি যুদ্ধবিমানের মাধ্যমে ফেলা হয়েছে দুই হাজারের বেশি বোমা। শুধু বুধবারই প্রাণ হারিয়েছেন অর্ধশত লেবানিজ। ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল। এরইমধ্যে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

তবে এর মধ্যেই ইসরাইলি সামরিক বাহিনী প্রধান বলেছেন, লেবাননে অব্যাহত বিমান হামলার কারণ ইসরাইলি সেনাদের স্থল অভিযানের পথ তৈরি করে দেয়া। শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লেবাননে সেনা পাঠানোর কথাও জানান তিনি। ইতোমধ্যেই ইসরাইলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় দু'টি অতিরিক্ত রিজার্ভ ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান সামরিক বাহিনী প্রধান।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, 'তোমরা সারাদিন আকাশে যুদ্ধ বিমানগুলো হামলা চালাতে দেখছো। এর প্রধান লক্ষ্য স্থল অভিযানের জন্য সম্ভাব্য প্রবেশপথ প্রস্তুত করা। হিজবুল্লাহকে ধ্বংস করতে তোমরা সবাই প্রস্তুত হও।'

জায়নবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, কমান্ডারদের হত্যার মাধ্যমে হিজবুল্লাহকে ধ্বংস করা যাবে না। লেবানন অভিযানে সফলতা পাচ্ছে না বলেই ইসরাইল বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেন খামেনি।

তিনি বলেন, 'শরীয়াহ অনুযায়ী ফিলিস্তিনিদের তাদের ভূমি ও আল আকসা মসজিদ ফিরিয়ে দেয়ার দায়িত্ব রয়েছে। গাজার জন্য লেবাননের জনগণ নিজেদের উৎসর্গ করেছে। ইসরাইল হয়তো কয়েকজন যোদ্ধাকে শহীদ করতে পারবে। কিন্তু হিজবুল্লাহকে ধ্বংস করতে পারবে না।'

এই যখন অবস্থা তখন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তীব্র এবং তা প্রশমনে কাজ করছে যুক্তরাষ্ট্র। গাল্ফ করপোরেশন কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের উদ্বোধনী দিনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে হতাশ লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব।

তিনি বলেন, 'জো বাইডেনের বক্তব্য আশাব্যঞ্জক বা শক্তিশালী ছিল না। তার এমন বক্তব্য লেবাননের সমস্যা সমাধান করতে পারবে না। আমরা এই সংকট সমাধানের মতো পরিস্থিতিতে নেই।'

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'লেবাননে যুদ্ধ ঠেকাতে মিত্রদের সঙ্গে কাজ করছি। যুক্তরাষ্ট্র চায় কূটনীতির মাধ্যমে ইসরাইলি, লেবানিজ ও ফিলিস্তিনিরা নিজ ঘরে ফিরে যাক।'

এদিকে, লেবাননে যা চলছে, তা মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর