জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা
আকাশপথে হামলার মাধ্যমে স্থল অভিযানের ক্ষেত্র প্রস্তুত করছে ইসরাইল। এমনটাই দাবি করছে তেল আবিবের সামরিক বাহিনীর প্রধান। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দাবি, হিজবুল্লাহকে ধ্বংস করা সম্ভব না। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনভর হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনতে মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।