মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

কমিউনিকেশন ডিভাইস ব্যবহারে ইরান গার্ডের নিষেধাজ্ঞা

পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় সব ধরনের কমিউনিকেশন ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ডস করপস (আইআরজিসি)। গত সপ্তাহে লেবাননে ডিভাইস বিস্ফোরণে হতাহতের ঘটনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ইরানের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান।

এক কর্মকর্তা জানান, আইআরজিসিতে যেসব ডিভাইস রয়েছে সেগুলো পরীক্ষার জন্য বড় ধরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি জানান, এখানে থাকা অধিকাংশ ডিভাইস হয় দেশের ভেতরে তৈরি করা হয়েছে অথবা চীন-রাশিয়া থেকে আমদানি করা হয়েছে।

ইরান ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন ছিল বলেও জানান এ কর্মকর্তা। যার মধ্যে ইসরায়েলের বেতনভোগী ইরানিরা রয়েছে। আইআরজিসির মধ্য ও উচ্চ পদস্থ সদস্যদের নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা বা অভ্যন্তরীণ কোনো মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা যায়নি।

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাটিকে পেজার ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ চালানো জয়। এর পরদিন বুধবার কয়েকশ ওয়াকি-টকিও বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে ৩৯ জন নিহত হন এবং তিন হাজারের বেশি আহত হন।

বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে লেবানন ও হিযবুল্লাহ। তবে এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নি। অন্যদিকে আইআরজিসির প্রায় দুই লাখ কর্মীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর