মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৯০ শতাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসেবে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত হয়েছে বলে শঙ্কা করছে জাতিসংঘ।

এমন দাবি করে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে দোমিনিকো জানিয়েছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনেকেই হয়তো ১০ বারের বেশি বাসস্থানের জায়গা পরিবর্তন করতে হয়েছে। আন্দ্রেয়ার মতে, গত নয় মাসে গাজাবাসী দাবার ঘুঁটির মতো বোর্ডের এপাশ-ওপাশ ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোনো মানুষ নিরাপদে নেই বলেও জানান তিনি।

এরইমধ্যে নয় মাসের ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৫৩ জনে। এছাড়া আহত ৮৭ হাজারের বেশি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর