ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের কারণে হজের যথাযথ প্রস্তুতি নেয়া যায়নি। মিশর ও সৌদি আরবের সঙ্গে পরিবহণ চুক্তি, মক্কা-মদিনায় ফিলিস্তিনি হজযাত্রীদের থাকার ব্যবস্থা কিছুই ঠিকমতো হয়নি।
এর মধ্যে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এবং যুদ্ধ তীব্রতর হওয়ায় আটকে যান হাজারও হজযাত্রি। ছয় হাজার ৬০০ ফিলিস্তিনির যাওয়ার কথা থাকলেও যেতে পেরেছেন ৬২ শতাংশ হজপ্রত্যাশী। একে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রামাল্লাহ।
গাজায় যুদ্ধে হতাহতদের পরিবারের সদস্যদের মধ্য থেকে উপত্যকার বাইরে থাকা এক হাজার ফিলিস্তিনিকে চলতি বছর হজ করার আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।