১৪ বছর বয়সী মারিয়া আবু আওয়াদ। ইসরাইলি হামলায় আগুনে পুড়ে দগ্ধ হয় গেল সেপ্টেম্বরে। এরপর থেকে এই অস্থায়ী হাসপাতালে কোনোরকম চিকিৎসা নিচ্ছে আওয়াদ। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায়, প্রয়োজনীয় সেবা পাচ্ছে না সে। এভাবেই সেখানে পড়ে আছেন আরও অনেকে। রাফাহ ক্রসিং দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে গাজার হাজার হাজার ফিলিস্তিনি চিকিৎসা, শিক্ষা, পরিবারের সদস্যদের সাথে দেখা করতে সীমান্তের ওপারে যেতে পারছেন না।
গাজারবাসীদের জন্য, বিশেষ করে রোগীদের জন্য মিশরের সাথে রাফাহ ক্রসিং হলো বিশ্বের প্রবেশদ্বার। দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযানের পর ২০২৪ সালের মে মাসে ইসরাইল ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকে যাত্রী চলাচল বন্ধ করে দেয়। যার ফলে মানবিক সংকট আরও বেড়ে যায়। উপকূলীয় উপত্যকাটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন:
তবে দীর্ঘ ২ বছর পর পুনরায় খুলে দেয়া হচ্ছে গাজা-মিশরের রাফা সীমান্তের দুই প্রান্ত। ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ক্রসিংটি শিগগিরই পুনরায় খোলা হবে। ফলে চিকিৎসা সেবার জন্য হাজার হাজার যুদ্ধাহত ফিলিস্তিনি এবার গাজা সীমান্ত পার হতে পারবেন। গাজার বাইরের হাজার হাজার মানুষও গাজায় ফিরতে পারবেন এমনটা আশা অনেকের। তবে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গাজা ছেড়ে যাওয়া ব্যক্তিরা ভ্রমণের জন্য স্বাধীন থাকবেন। তবে, গাজায় প্রবেশকারী প্রতিটি ফিলিস্তিনিকে আরও কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল অক্টোবরে শুরু হওয়া নামমাত্র যুদ্ধবিরতি প্রতিনিয়ত ভাঙছে ইসরাইল। বৃহস্পতিবার খান ইউনিসে অন্তত দুই ফিলিস্থিনিকে হত্যা করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪৯০ জন নিহত হয়েছে।
এদিকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে স্পেনের বার্সেলোনায় এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজবের একটি বিশাল প্রতিকৃতি বৃহস্পতিবার ভেসে ওঠে বার্সেলোনার সমুদ্র সৈকতে। এদিন তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল।





