এক বিবৃতিতে বিদায়ী মানবতাবাদী এই কর্মকর্তা ‘মানবতার সাথে এই বিশ্বাসঘাতকতার জন্য একটি সম্মিলিত সংকল্পের’ আহ্বান জানান।
প্রায় ছয় মাস ধরে যুদ্ধটি চলছে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে এই যুদ্ধ শুরু হয়।
ইসরাইল ও হামাস আলোচনার অগ্রগতিতে অনীহার জন্য পরস্পরকে দোষারোপ করেছে। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করে যাচ্ছে।
ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় দেশটির ১,১৭০ জন নিহত হলেও গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক পাল্টা হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।