আজ শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত সোমবার (১ এপ্রিল) ইসরাইলি বাহিনীর হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)-এর সাতজন কর্মীর মৃত্যু হয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন।
গাজায় ডব্লিউসিকে'র সহায়তা কর্মীদের ওপর ইসরাইলের হামলার পরে বাইডেন-নেতানিয়াহুর এই ফোনালাপ হয়। যদিও সোমবারের ওই হামলাটি ভুল ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'ইসরাইল-গাজা যুদ্ধে চলমান মার্কিন সমর্থন ও সহায়তা বৃদ্ধি পাবে কি না তা বেসামরিক নাগরিকদের মৃত্যু রোধে নির্দিষ্ট ও দৃঢ় পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছে বাইডেন।
সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি এমন এক বিষয়, যা গাজায় প্রায় ছয় মাস ধরে চলমান যুদ্ধের গতিশীলতা পরিবর্তন করতে পারে।
বাইডেন ও নেতানিয়াহুর ফোন কলটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল। এ সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, 'বাইডেন বেসামরিক ক্ষতি, মানবিক দুর্ভোগ এবং সহায়তা কর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে নির্দিষ্ট, এবং পরিমাপযোগ্য পদক্ষেপ ঘোষণা করতে এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছেন।'
ইসরায়েল এবং গাজার প্রতি মার্কিন নীতিতে কোন ধরনের সুনির্দিষ্ট পরিবর্তন আসবে সে সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন কিনাব।





