আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থার কূটনৈতিক বা রাজনৈতিক কোনো আলোচনাতেই ফল আসছে না। গাজায় একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও নানা অজুহাতে তা বাতিল হচ্ছে। সবশেষ যুক্তরাষ্ট্র অবিলম্বে গাজায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে। তবে এ প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়ে অস্পষ্টতার অভিযোগ এনে ভেটো দেয় চীন ও রাশিয়া।
চীন বলছে, প্রস্তাবে যুদ্ধবিরতির অনেক বিষয়ে গ্যাপ আছে। প্রস্তাবের মূল বিষয়, হামলা বন্ধের জোরালো আবেদন নেই। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাব রাজনৈতিক এবং ইসরাইলকে রাফা অঞ্চলে হামলার বিষয়ে সবুজ সংকেত দেয়ার ইঙ্গিত আছে। বিকল্প খসড়া প্রস্তাবটি সোমবার পর্যন্ত স্থগিত করেছে জাতিসংঘ।
যদিও গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সায় নেই। হামাস নির্মূলে স্থল আক্রমণের বিকল্প কিছু উপায় বের করতে পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, রাফা অঞ্চলে ইসরাইল বাহিনীর স্থল আক্রমণ করার পদক্ষেপ ভুল সিদ্ধান্ত। যা আরও বিপর্যয় ডেকে আনবে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, 'গাজার রাফা অঞ্চলে ইসরাইলিদের স্থল আক্রমণ আসলেই গভীর উদ্বেগের বিষয়। তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। এ অঞ্চলে এ ধরনের স্থল আক্রমণ একটি ভুল সিদ্ধান্ত। তাই ইসরাইলি বাহিনীর কাছে বিকল্প কিছু কার্যকর ব্যবস্থা উপস্থাপন করতে চাই। যা সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে।'
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের মধ্যেই পশ্চিম তীরের জমি দখল করার ঘোষণা আসে। অধিকৃত পশ্চিম তীরে ২ হাজার একর জমি দখলে নেয়ার ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধীতার মুখেও দখল করা এসব জমিতে ইসরাইলি বসতি স্থাপনে সরকারের দৃঢ় পরিকল্পনার ওপর জোর দেন তিনি।
১৯৯৩ সালে অসলো চুক্তির পর ফিলিস্তিনি ভূমি দখলে ইসরাইলের সবচেয়ে বড় পদক্ষেপ এটি। ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। তারপরও আইন ভেঙে গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন নির্মাণ করেছে ইসরাইল। পশ্চিম তীরর এই ভূখণ্ডটিতে সাড়ে ৫ ইসরাইলির বসবাস। তাদের স্থাপনা আছে কয়েকশ'।



