মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

জাতিসংঘ কার্যালয়ের নিচে হামাসের আস্তানা দাবি ইসরাইলের

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো

গাজায় জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিচে হামাসের আস্তানা রয়েছে বলে দাবি করেছে ইসরাইল। ফিলিস্তিনি নিধনযজ্ঞের যৌক্তিকতা প্রমাণে এবার এমন দাবি দেশটির। পুরো উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার মিশরের রাফা সীমান্তেও হামলা শুরু করেছে সেনাবাহিনী। ১২৭ দিনের ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।

বিমান হামলার ভয়ে ভিটেমাটি ছেড়ে গাজা উপত্যকার দক্ষিণে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন যে ফিলিস্তিনিরা, ৪ মাস পর তারা গাজার উত্তরে ফিরতে শুরু করেছেন। কারণ, দক্ষিণে মিশর সীমান্তবর্তী রাফা শহরেও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এদিকে সাহায্যের জন্য প্রতিবেশী মিশরের দিকে তাকিয়ে লাখ লাখ ফিলিস্তিনি।

ফিলিস্তিনিরা বলেন, গৃহহীন হয়ে আমরা মিশরের সীমান্ত এলাকায় তাঁবু খাঁটিয়ে থাকছি। এখানকার মানুষের জন্য আমাদের মিশরীয় ভাইদের সাহায্য যেন অব্যাহত থাকে।

তারা আরও বলেন, রাফা শহরে যুদ্ধ ঠেকাতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সাহায্য কামনা করছি। আশা করছি, এখানে ইসরাইল হামলা চালাতে পারবে না, তাদের রুখে দেবে মিশরীয় ভাইরা।

গাজার অন্য সব অঞ্চলে ইসরাইলের সর্বাত্মক অভিযান থেকে বাঁচতে গেল ৪ মাসে রাফা শহরে আশ্রয় নিয়েছে ১৫ লাখ ফিলিস্তিনি। এই শহরে ইসরাইলের আগ্রাসন আরও বড় বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। শহর থেকে সবাইকে সরিয়ে নেয়া সম্ভব নয় বলেও জানিয়েছে দাতব্য সংস্থাগুলো।

বরাবরের মতোই এসব হুঁশিয়ারি আমলে না নিয়ে অভিযানের যৌক্তিকতা প্রমাণে একের পর এক ভিত্তিহীন দাবি তুলে যাচ্ছে ইসরাইল। এবার গাজা উপত্যকায় জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিচে কয়েকশ' মিটার দীর্ঘ সুড়ঙ্গ আবিষ্কারের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরাইলের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইদো বলেন, মাটির নিচে এমনি এমনি কোন যোগাযোগ ব্যবস্থা দাঁড় করানো হয় না। তা সে জাতিসংঘ হোক বা যে সংগঠনই হোক না কেন। হামাসের গোয়েন্দা বিভাগের কেন্দ্রীয় কমান্ড সেন্টার এটি। হামাসের অন্যতম গোয়েন্দা শাখাও এটি। এখান থেকেই যোদ্ধাদের নির্দেশ দেয়া হয়।

সেনা অভিযানের মুখে এই কমান্ড সেন্টার ছেড়ে হামাস নেতারা পালিয়ে গেছে বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর। নতুন খোঁজ পাওয়া এ সুড়ঙ্গ মাটির ১৮ মিটার গভীরে অবস্থিত এবং ৭শ' মিটার দীর্ঘ। এতে কম্পিউটার সার্ভার এবং শিল্পকারখানায় ব্যবহৃত ব্যাটারি বোঝাই দু'টি বড় চেম্বার, খালি সিন্দুক পাওয়া গেছে বলে দাবি সেনাবাহিনীর।

সন্ত্রাসবিরোধী হামলার নামে বেসামরিক ফিলিস্তিনি হত্যাযজ্ঞের যৌক্তিকতা প্রমাণে এসব সাজানো নাটক বলে অনেকদিন ধরেই ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর ৫ দিন পর গেল ১২ অক্টোবর গাজার এই কার্যালয় খালি করে দেয় জাতিসংঘ।

এই সম্পর্কিত অন্যান্য খবর