মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অভিযোগ, ইরান সমর্থিত মিলিশিয়ারা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।
ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করে দেয়া হয়। কিন্তু কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স নামে ইরাকভিত্তিক একটি সংগঠন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি জানায় ইরাকে ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র সংগঠনের সমন্বয়ে ২০২৩ সালে উত্থান গোষ্ঠীটির। গেল কয়েক সপ্তাহে মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো আরও কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা।