মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

হুতিদের হামলায় অস্থির সমুদ্র বাণিজ্য

গেলো কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় অনেক বেড়ে গেছে সমুদ্রপথে পণ্য পরিবহন খরচ। ৪০ ফুট কন্টেইনার পরিবহনে খরচ পড়ছে ১০ হাজার ডলার। সংঘাতপূর্ণ জলপথ এড়িয়ে বিকল্প জলপথে যাচ্ছে ২০ হাজার কোটি ডলারের পণ্য।

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। জিব্রাল্টার ঈগল নামে এই জাহাজ চলাচল করছিল গালফ অব এডেনে। কার্গো জাহাজটি বহন করছিল স্টিলের পণ্য। যুক্তরাষ্ট্র জানায়, এর কয়েক ঘন্টা আগে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আর কয়েক সপ্তাহ চলতে থাকলে কোটি কোটি ডলার বাড়তি খরচ হবে জাহাজে পণ্য পরিবহনে। এশিয়া থেকে ইউরোপে সমুদ্রপথে পণ্য পরিবহনে খরচ এরমধ্যেই দ্বিগুণ হয়ে গেছে।

হুতিরা স্পষ্ট বলে দিয়েছে, লোহিত সাগর আর গাল্ফ অব এডেনে যুক্তরাষ্ট্র আর ইসরাইলে যেকোন বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে। জাহাজ পরিচালনায় বিপাকে পড়ে গেছে মায়েরস্ক, এভারগ্রিন আর কসকোর মতো অনেক কোম্পানি।

বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের যুদ্ধবিমান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর ৭০ বার হামলা। এরপর থেকে আরও কমে গেছে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল। ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে হুতি বিদ্রোহীরা চেষ্টা করছে ২০ বছরেরও বেশি সময় ধরে।

গেলো ৬ সপ্তাহে ৩০ বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা। জাতিসংঘ বলছে, গাজায় ইসরাইলের আগ্রাসন হামাসের সঙ্গে উস্কে দিয়েছে হিজবুল্লাহ আর হুতিদের। এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে।

এসএস