মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলের পরমাণু শক্তি খতিয়ে দেখার আহ্বান

ইসরাইলের কাছে কি পরিমাণে পরমাণু অস্ত্র আছে, সেটা জানতে আন্তর্জাতিক পরির্দশকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

জার্মানিতে এক বক্তব্যে তিনি বলেন, ১৯৬৮ সালের পরমাণু চুক্তির আওতায় যে গুটিকয়েক দেশ নেই, ইসরাইল তাদের মধ্যে একটি।

এরদোয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অবশ্যই ইহুদি এই রাষ্ট্রের পরমাণু শক্তির অবস্থা সম্পর্কে জানা প্রয়োজন।

বিশেষজ্ঞদের দাবি, গোপনে পরমাণু অস্ত্রের কার্যক্রম চালু রেখেছে ইসরাইলে। যদিও তেল আবিব কখনোই পরমাণু অস্ত্র থাকা না থাকা নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। চলতি মাসে দেশটির শিল্প ও ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিহাই ইলিয়াহুর গাজায় পরমাণু বোমা হামলার হুমকি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আর এরপরই ইসরাইলের পরমাণু অস্ত্র সক্ষমতার বিষয়টি আলোচনায় এসেছে।