ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত ফ্রান্সের

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিল ফ্রান্স, ইসরাইল ক্ষুব্ধ | এখন টিভি
0

বিশ্বের ১৪৮তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তবে ইসরাইলের অভিযোগ, এর মাধ্যমে হামাসের হয়ে ভূমিকা রাখতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে গাজার আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি। এখনো ধ্বংসস্তূপের মধ্যে রয়েছেন অর্ধশতাধিক মানুষ।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় দেড়শ' দেশ। যদিও এ তালিকায় অনুপস্থিত পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স।

বুধবার (৯ এপ্রিল) ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান খোদ ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রোঁর দাবি, আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জানান, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং সঠিক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, 'আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে এটি সম্পন্ন হবে। কাউকে সন্তুষ্টের জন্য এটি করছি না। বরং আমার মনে হয়েছে এটি ঠিক। হামাস-ইসরাইল সংঘাত নিয়ে জুনে জাতিসংঘে বিশেষ সম্মেলন রয়েছে। সে সময় এর চূড়ান্ত রূপ দেখা যেতে পারে।'

তবে ফ্রান্সের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরাইল। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি দেয়া অর্থ ফ্রান্সের হামাসের হয়ে ভূমিকা রাখা।

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনের পেরিয়েছে ২২ দিন। বুধবার গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। নিখোঁজ অর্ধশতাধিক। আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধারকাজ। পশ্চিমতীরের বালাটা শরণার্থী শিবির ও নাবলুসে সামরিক অভিযানের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ।

এদিকে গাজাবাসীর সমর্থনে ইসরাইলি ভূখণ্ড কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। যদিও মিসাইলটি পতিত হয়েছে সৌদি আরবের ভূখণ্ডে। ১৮ মার্চ থেকে ইসরাইলকে লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক মিসাইল ও ২টি ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। এছাড়াও বুধবার নতুন করে ১টি সহ গেলো ২২দিনে প্রায় সাড়ে তিন কোটি ডলারের ১৮টি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের।

এদিকে গাজার প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে ইরানে। রাজধানী তেহরানে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন হাজারো ইরানি। এসময় পোড়ানো হয় ইসরাইলের পতাকা। শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহতের ঘোষণা ছিল আন্দোলনকারীদের কণ্ঠে।

আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, 'ফিলিস্তিনি শিশুদের ওপর বর্বরতার অর্থ কী? আমি কোনো ব্যক্তি বা দর্শনের পক্ষে কিংবা বিপক্ষে নই। শুধু শোষিতদের পক্ষে অবস্থান জানাতে এসেছি।'

অন্য একজন বলেন, 'ফিলিস্তিনিদের জানাতে চাই, তোমরা একা নও। যাই হোক না কেনো, আমরা তোমাদের ছেড়ে যাবো না।'

এদিকে, অস্ত্রসমর্পণের বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনায় সম্মতি জানিয়েছে হিজবুল্লাহ। বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও আকাশপথে হামলা বন্ধের শর্ত দেয়া হয়েছে।

এসএস