সিরিয়া পুনর্গঠনে ৫৮০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি ইইউর

সিরিয়া পুনর্গঠনে প্রায় ৫৮০ কোটি ইউরো সহায়তা দেয়ার প্রতিশ্রুতি ইইউয়ের | ekhon tv
0

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রায় ৫৮০ কোটি ইউরো সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তার সহযোগীরা।

স্বৈরাচার বাশার আল-আসাদের পতনের পর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে উৎসাহিত করতে সিরিয়ার জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করে পশ্চিমা দেশগুলো।

গতকাল (সোমবার, ১৭ মার্চ) ব্রাসেলসে এক বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ কর্মকর্তারা। সেখানেই সিরিয়াকে ৫৮০ কোটি ইউরো অনুদান ও ঋণ হিসেবে দেয়ার সিদ্ধান্ত হয়।

এরমধ্যে ৪২০ কোটি ইউরো অনুদান এবং বাকি ১৬০ কোটি ইউরো ঋণ হিসেবে দেয়া হয়েছে। এসব অর্থের পুরোটাই ব্যয় হবে সিরিয়ান নাগরিকদের সহায়তায় এবং তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারে।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছে ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে দেশটির অর্থনীতি।


এসএইচ