রাশিয়ার নিয়ন্ত্রণে আভদিভকা শহর

ইউরোপ
বিদেশে এখন
0

আভদিভকা শহরের সোভিয়েত আমলের কোক প্ল্যান্টের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনাবাহিনী।

স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, আভদিভকা শহরের রাস্তাঘাট, ভবন আর স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। গেল বছরের মে মাসে বাখমুত শহর দখলের পর চলতি বছর পূর্বাঞ্চলীয় এই শহর দখলকে বড় বিজয় হিসেবে দেখছে রাশিয়া।

এর মধ্য দিয়ে পুরো দোনেৎস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করেছিলেন, অস্ত্র স্বল্পতার কারণে এই শহর দখলে যাবে রাশিয়ার। তবে ইউক্রেনের দাবি, রাশিয়া আভদিভকায় অস্ত্রবিহীন সেনাদের হত্যা করেছে।

এসএস