ভেনেজুয়েলার ৬ জাহাজ ও প্রেসিডেন্টের তিন আত্মীয়ের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

তেলের ট্যাংকার জব্দের পর এবার ভেনেজুয়েলার ছয়টি জাহাজ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন আত্মীয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান পরিচালনার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ শেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, কারাকাসের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। গেল বুধবার ভেনিজুয়েলার উপকূলে প্রায় ২ মিলিয়ন ব্যারেলের জ্বালানি তেলের একটি ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বাহিনী। মার্কিন প্রশাসনের অভিযোগ, বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল এটি। যা ভেনেজুয়েলা ও ইরান থেকে অপরিশোধিত তেল পরিবহন করতো।

ট্যাংকারটি মার্কিন বন্দরে নেয়ার পর তেল জব্দ করা করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যথাযথ আইনি প্রক্রিয়ায় সবকিছু করা হবে বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র।

ট্যাংকার জব্দের একদিন পরই ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ ভেনেজুয়েলার ছয়টি জাহাজ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাগনের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরোর অবৈধ শাসনব্যবস্থার সঙ্গে তার এসব আত্মীয়-স্বজন জড়িত। তবে, ভেনেজুয়েলা বলছে, এটি আন্তর্জাতিক জলদস্যুতার শামিল।

এমন অবস্থায় আবারও ভেনেজুয়েলায় স্থল সামরিক অভিযান চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদকের চালান বন্ধে এ পদক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার কারাগার বিভিন্ন অপরাধী গ্যাং, মাদক ব্যবসায়ীসহ লাখ লাখ অপরাধী যুক্তরাষ্ট্রে আসছে। তারা যুক্তরাষ্ট্রকে নষ্ট করছে। এবার তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। যুক্তরাষ্ট্রের উদ্যোগের পর সমুদ্রপথে মাদক পাচার ৯২ শতাংশ কমে গেছে। মাদক চালানে জড়িত দেশগুলোর বিরুদ্ধে খুব শিগগিরিই সামরিক অভিযান চালানো হবে।’

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। মাদুরো জানান, বাইরের শত্রুর আক্রমণ থেকে ভেনেজুয়েলাকে রক্ষায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘আমাদের বড় ভাই সাহসী বন্ধু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দিতে বলেছেন। যেকোনো পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়েছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং সমগ্র লাতিন আমেরিকায় শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সমর্থন দিয়ে যাবে।’

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে আনা হচ্ছে সামরিক বিমানের পাশাপাশি কোস্টগার্ড হেলিকপ্টারও।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যারবীয় অঞ্চলে চলাচল করা বেশ কয়েকটি নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এসব হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৮০ জন। ওয়াশিংটন বলছে, অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করা তাদের মূল উদ্দেশ্য। যদিও ভেনেজুয়েলার অভিযোগ, মাদুরো সরকারকে উৎখাত করাই ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য।

এফএস