নেটব্লকস মনিটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ইরানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এ সেন্সরশিপ ইরানীদের নিরাপত্তা ও সুস্থতার জন্য হুমকি, যা ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে।
আরও পড়ুন:
এদিকে এক্সের আরও এক পোস্টে থিংক ট্যাংক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, তারা গত ৮ জানুয়ারি (বৃহস্প্রতিবার) বিকেল ৩ টা ৩০ থেকে ইরানের ২২টি প্রদেশে ১১৬টি বিক্ষোভ কথা রেকর্ড করেছে তারা।
তারা আরও জানায়, ইরান সরকার মূলত বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট শাটডাউন করেছে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ চলামান করেছে।





