যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বুধবার ইসরাইলি হামলায় গাজায় নিহত ৮৪

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা | ছবি: সংগৃহীত
0

দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গতকাল (বুধবার, ১৪ মে) দিনভর ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। ইসরাইলের এমন কার্যক্রম যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর অনীহার বিষয়টি ইঙ্গিত করছে বলে দাবি কাতারের প্রধানমন্ত্রীর। ইসরাইলকে বাইপাস করে মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭৭ বছরের সম্পর্ক শেষ হয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চিকিৎসক, রোগী ও স্বজনদের পায়চারিতে ব্যস্ত ছিল খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল। হঠাৎই ছুটে আসে মিসাইল। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ফিলিস্তিনিদের দেহ। নিমিষেই মৃত্যুপুরীতে পরিণত হয় হাসপাতাল।

ইসরাইলের দাবি, হাসপাতালের নিচে বাঙ্কারে লুকিয়ে ছিলেন হামাসের শীর্ষ নেতারা। যদিও বেসামরিক স্থাপনাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। এমন ৯টি মিসাইল আঘাত হেনেছে পুরো হাসপাতাল কমপ্লেক্সে। বুধবার দিনভর হামলায় গাজায় নিহতের সংখ্যা শতক ছুঁইছুঁই। যার মধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা।

বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় শর্ট নোটিশে আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দেয়া হয়। বাধ্য হয়ে শতাধিক রোগীকে তড়িঘড়ি করে সরিয়ে নিতে বাধ্য হন চিকিৎসকরা।

চিকিৎকদের মধ্যে একজন বলেন, ‘রোগীকে নিয়ে কোথায় যাবো বুঝতে পারছি না। প্রতিদিন হাজারও বার মরছি। জানি না কবে এই নরকের যন্ত্রণা শেষ হবে।’

রোগীদের মধ্যে একজন বলেন, ‘কিছুক্ষণ আগেই হাসপাতাল খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এত মানুষ কোথায় যাবে?’

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে গেলেও ইসরাইলকে তালিকা থেকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গুঞ্জন রয়েছে নেতানিয়াহুর সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এর মাধ্যমেই শেষ হলো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ৭৭ বছরের সম্পর্ক।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, গেলো কয়েকদিনে বেশ কয়েকবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় যুদ্ধবিরতি আলোচনায় নমনীয় হওয়ার অনুরোধ জানালেও তা প্রত্যাখান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় বাড়ানো হয়েছে অভিযানের তীব্রতা।

এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলের সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার জন্য ইসরাইলের পাশাপাশি হামাসকেও দায়ী করেছেন তিনি। দোহায় দুইপক্ষের মধ্যে চলছে যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। এরমধ্যেই গাজায় সিরিজ হামলার মাধ্যমে যুদ্ধবিরতিতে ইসরাইল অনীহা দেখিয়েছে বলে অভিযোগ আল থানির।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রাহমান আল থানি বলেন, ‘হামাসের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার জন্য ৭০ নিরীহ মানুষকে মেরে ফেলবেন, এটা মেনে নেয়া যায় না। যদিও দেড় বছর ধরে এমনটাই হচ্ছে। দুই পক্ষের মৌলিক পার্থক্য থাকলে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় না।’

গাজায় সাময়িক ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পরিকল্পনা প্রত্যাখান করেছে রাশিয়া, চীন ও যুক্তরাজ্য। এর বদলে দেশগুলো ২ মাসব্যাপী সীমান্ত ব্লকেড প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দাবি, গাজায় মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি নেতানিয়াহুকে অনেক কড়া কথা শুনিয়েছি। তবে ফ্রান্স কিংবা ইউরোপীয় মিত্ররা সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরেও ইসরাইলকে ট্র্যাকে ফেরাতে পারব না। এটি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর।’

এদিকে নাকবা দিবস বা বিপর্যয়ের ৭৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে পশ্চিম তীরে। ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল প্রতিষ্ঠার মাধ্যমে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হয়। রামাল্লাহসহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আয়োজন করা হয় র‌্যালি।

এসএস