চার বছর আগে ২০২১ সালে ভোট কারচুপির অভিযোগ এনে মিয়ানমারের গণতান্ত্রিক প্রতিনিধি অং সান সুচিকে গ্রেপ্তার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী।
নির্দিষ্ট সময়ে নির্বাচন দেয়ার কথা থাকলেও তা নিয়ে চলে গড়িমশি। যদিও দীর্ঘদিন সেনা শাসনের প্রতিবাদে গত কয়েকমাস ধরেই সরকার বিরোধী আন্দোলন চলছে মিয়ানমারে।
এরমধ্যেই দেশটির প্রায় অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতছাড়া হয়েছে। এ পরিস্থিতিতে মিয়ানমারে গ্রহনযোগ্য নির্বাচন , জান্তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।





