অ্যান্টনি ব্লিংকেনের সফরের মধ্যেই গাজায় হামলা বাড়িয়েছে আইডিএফ
লেবাননে স্থল অভিযান শুরুর পর বুধবার রাতভর বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরাইল সফরের মধ্যেই গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। সীমান্তে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট।