বিদেশে এখন
0

ইয়েমেনের প্রোজেক্টাইল মিসাইলের আঘাতে ১৪ ইসরাইলি আহত

ইয়েমেন থেকে ছোড়া প্রোজেক্টাইল মিসাইলের আঘাতে ইসরাইলের রাজধানী তেল আবিবে অন্তত ১৪ জন আহত হয়েছে।

আজ (শনিবার, ২১ ডিসেম্বর) ইসরাইলি অলাভজনক সংস্থা, ‘মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস’ জানায়, আহতদের অবস্থা গুরুতর নয়। তবে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতেই এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তারা।

সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে বিধতে দেখা গেছে।

এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগের পর আল জাজিরা জানায়, তেল আবিবের ‘আয়রন ডোম’ বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রোজেক্টাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। হামলার আশঙ্কা থাকায় ইসরাইলি নাগরিকরা মধ্যে উদ্বেগ বেড়েছে।

ইএ