রাজ্যের সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ গড়ার ওপর জোর দিয়েছেন আন্দোলনকারীরা। মূলত এই দুটি দাবি নিয়েই রাজ্যের মুখ্য সচিবকে আলোচনায় বসার জন্য ই-মেইল করেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির বিষয়টি উল্লেখ নেই।
এদিকে, রাত দখলের পর এবার মশাল মিছিলের ডাক দিয়েছে কলকাতার একাধিক একাধিক সংগঠন। আগামী শুক্রবার কলকাতায় ৪০ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল করবে তারা।
গত ৪০ দিন ধরে আরজি কর হাসপাতালে তরুনী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে।