এশিয়া
বিদেশে এখন
0

নবান্ন অভিযান নিয়ে ক্ষমতাসীন-বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ড ঘিরে মমতার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে আছে পশ্চিমবঙ্গ। নবান্ন অভিযান কর্মসূচি ছাত্রসমাজের। তবে, এর অনুমতি দেয়নি রাজ্যের পুলিশ। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেয়া হয়। বিজেপির দাবি, এটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি। তবে, তৃণমূল বলছে, এটি রাজনৈতিক চক্রান্ত।

নিরাপত্তার কথা ভেবে কলকাতার ১৯টি পয়েন্টে ব্যারিকেড দেয়া হয়েছে। মোতায়েন থাকছে ছয় হাজার পুলিশ সদস্য এবং ২৬ জন ডিসি।

পুলিশের দাবি, নবান্ন অভিযান কর্মসূচির জন্য অনুমতি চায়নি ছাত্রসমাজ। শুধু অভিযানের কথা জানিয়েছে।

তবে, এই কর্মসূচির ডাকে কলকাতার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর