মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাধ্যতামূলক চুক্তি সই করেছে টিকটক

টিকটক পরিচালনায় ওয়াশিংটন-বেইজিংয়ের সমঝোতা
টিকটক পরিচালনায় ওয়াশিংটন-বেইজিংয়ের সমঝোতা | ছবি: সংগৃহীত
0

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি সই করেছে চীনা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। চুক্তি অনুযায়ী ৫০ শতাংশ মালিকানা থাকবে মার্কিন সমর্থিত কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে। চুক্তিটি ২২ জানুয়ারি কার্যকর হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ওঠে এসেছে।

২০২০ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথমবার টিকটক নিষিদ্ধের পরিকল্পনা করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তা সফল হয়নি। চীনা মালিকানা না ছাড়লে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ চান ট্রাম্প।

এ বছর সেপ্টেম্বরে ট্রাম্প একটি আইন কার্যকরের সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন, যে আইনের অধীনে টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে। তবে চুক্তির ব্যাপারে ট্রাম্প আশাবাদী ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আমাদের অনেক আগ্রহ রয়েছে এবং চীন এখানে একটি ভূমিকা পালন করবে। আমরা আশা করছি চীন এই চুক্তির অনুমোদন দেবে।

আরও পড়ুন:

অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালাতে ওয়াশিংটনের দীর্ঘদিনের চাপের চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। নিষেধাজ্ঞা এড়াতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা নিয়ে বিনিয়োগকারীদের সাথে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে বলে জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ।

বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাকল, সিলভার লেক এবং আবুধাবির এমজিএক্স নিয়ে "TikTok USDS Joint Venture LLC" নামে একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক যৌথ কনসোর্টিয়াম গঠন করা হবে, যার মালিকানা থাকবে সিংহ ভাগ। বাকি মালিকানা থাকবে বাইটড্যান্স ও এর বিদ্যমান বিনিয়োগকারীদের কাছে।

তবে অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান, ওরাকল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি। বাইটড্যান্সও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

চুক্তিটি ২২ জানুয়ারি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করতে বাধ্য করার বহু বছরের প্রচেষ্টার অবসান ঘটবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৭ কোটিরও বেশি মানুষ নিয়মিতভাবে টিকটক ব্যবহার করেন। টিকটক জানিয়েছে, এই চুক্তির ফলে আমেরিকানরা বৈশ্বিক এই কমিউনিটিতে সম্পৃক্ত থাকতে পারবে।

ইএ