চিলির ৩৮তম প্রেসিডেন্ট হলেন আন্তোনিও কাস্ট

হোসে আন্তোনিও কাস্ট
হোসে আন্তোনিও কাস্ট | ছবি: সংগৃহীত
0

চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্ট। ৫৮ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন বামপন্থি জোটের প্রার্থী ও কমিউনিস্ট পার্টর নেত্রী জিনেট জারাকে হারিয়েছেন তিনি।

এর আগে দুইবার ব্যর্থ হলেও তৃতীয়বারের চেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন কাস্ট। ১৯৯০ সালে চিলিতে সামরিক একনায়কতন্ত্রের পতনের পর এবারই প্রথম কোনো ডানপন্থি নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

আরও পড়ুন:

নির্বাচনি প্রচারে জাতীয় নিরাপত্তা, অভিবাসন নীতি ও অপরাধ দমনের মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন হোসে। এতেই তিনি ভোটারদের মন জয় করতে পেরেছেন।

এসএইচ