খোস্তে হামলা: পাকিস্তানকে প্রতিশোধের হুঁশিয়ারি দিলো তালেবান

নিহতদের দাফন করার জন্য কবর খনন করা হয়েছে
নিহতদের দাফন করার জন্য কবর খনন করা হয়েছে | ছবি: এখন টিভি
0

আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় ১০ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি আফগান তালেবানের। এদিকে, বিদ্বেষপূর্ণ তালেবান শাসন থেকে শান্তির আর কোনো আশা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তালেবানদেরই দোষারোপ করলেন তিনি।

প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন আরও চরম পর্যায়ে যাচ্ছে। বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে পৌঁছালেও তা মেনে চলেনি কোনো পক্ষই। ইসলামাবাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বার বার অনুরোধ করা সত্ত্বেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তালেবান সরকার। এদিকে তালেবানের অভিযোগ, সার্বভৌম রাষ্ট্রে বেআইনিভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান।

গেল সোমবার পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি। এর পরদিনই আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান হামলা চালিয়ে ৯ শিশুসহ ১০ জনকে হত্যা করে। শুধু তাই নয়, কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়ে যাচ্ছে পাকবাহিনী। তবে পাকিস্তানের দাবি, তাদের সামরিক অভিযান নিয়মতান্ত্রিক উপায়ে চলছে। হামলার লক্ষ্য কেবল জঙ্গিবাদ নির্মূল, বেসামরিক নাগরিক নয়।

আরও পড়ুন:

এমন অবস্থায় তালেবান শাসন থেকে আর কোনো ধরনের শান্তির আশা দেখছে না পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তালেবানদের উপর আস্থা রাখা বোকামি হবে। তারা ভদ্র আচরণের প্রতিদান দেয়নি।

ইসলামাবাদের দাবি, জঙ্গিবাদের বিরুদ্ধে কাবুল লিখিত প্রতিশ্রুতি না দেয়ায় যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী হচ্ছে না। মিত্র দেশ তুরস্ক, চীন, কাতার এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা চায়। তবে আফগানিস্তানে সন্ত্রাসবাদের কারখানা বন্ধ না হলে সব চেষ্টাই বিফলে যাবে বলে মনে করে পাক সরকার।

এদিকে, আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা তাদের বৈধ অধিকার। পাকিস্তানের হামলার জবাব সঠিক সময়ে যথাযথভাবে দেয়া হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

গেল কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ চলছে। মূলত ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক চরমে পৌঁছায়।

এফএস