রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্র: বলসোনারোর সাজার মেয়াদ শুরুর নির্দেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো | ছবি: রয়টার্স
0

২০২২ সালে রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজার মেয়াদ শুরুর নির্দেশ নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের সর্বোচ্চ আদালত।

আপিলের সুযোগ থাকায় তাৎক্ষণিকভাবে রায় কার্যকর শুরু হয়নি। তবে বলসোনারোর আইনজীবীরা দ্বিতীয় দফায় রায়ের বিরুদ্ধে আপিল দায়েরে অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার এটি কার্যকরের নির্দেশ দেয় আদালত।

গত শনিবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ। এদিকে, বলসোনারোর কারাদণ্ড আদেশের পর ব্রাজিলের ফেডারেল আদালতের সামনে উল্লাস করেন বিরোধীরা। তবে বলসোনারোর পক্ষেও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তার অনেক ভক্ত-সমর্থক।

অন্যদিকে, রায়ের প্রতিক্রিয়ায় বলসোনারোর ছেলে জানান , পুলিশি হেফাজতে মানসিক নির্যাতনের শিকার তার বাবা। তার অভিযোগ, ব্রাজিলের রাজনীতি থেকে বলসোনারোকে সরানোর পাঁয়তারা করছে একটি মহল।

এএইচ