বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে বাকি ২ দিন; প্রচারণায় ব্যস্ত দলগুলো

বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা | ছবি: সংগৃহীত
0

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। শেষ সময়ের নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছে দলগুলো। ভোটে এবারও মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই জিতবে— দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। আর বিরোধীদের মহাজোট বন্ধন এবার বিহারের ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

আগামী ২২ নভেম্বর শেষ হতে যাচ্ছে বিহারের বিধানসভার বর্তমান সরকারের মেয়াদ। তার আগেই ৬ ও ১১ নভেম্বর দুই ধাপে ভোট দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে প্রস্তুত বিহারবাসী। রাজ্যজুড়ে ৯০ হাজার ৭১২টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা।

দুই ধাপে ভোট গ্রহণের পর ১৪ নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে। বর্তমানে বিহারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সমর্থিত জেডিইউ পার্টির নেতা নীতিশ কুমার। ২০২০ সালের নির্বাচনে ১২৫টি আসন পেয়ে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার গঠন করে এনডিএ জোট।

আগামী নির্বাচনেও বিহারের এনডিএ জোটই জিতবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে জিতলেও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি আবারও স্পষ্ট করে দিতে চাই, নীতিশ জি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে অংশ নিচ্ছে। মুখ্যমন্ত্রী নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যা নির্বাচনের পর সকল এমপি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এবারের নির্বাচনে বিজেপি সরকার ১৬০টি আসন জিতবে। বাকি আসনগুলো অন্য সব দলের মধ্যে ভাগ হবে।’

আরও পড়ুন:

অন্যদিকে, মহা জোটবন্ধনের প্রার্থী তেজস্বী প্রসাদ যাদব এবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, ‘তেজস্বী এবার মুখ্যমন্ত্রী হবে। এবার বিহারের সরকার বদলে যাবে। একদম বদলে যাবে। জোটবন্ধন এবারের নির্বাচনে জিতেবে। এটা সবাই জানে।’

যদিও বিহারের বিধানসভা নির্বাচনে কে জয়ী হবে, তা জানা যাবে আগামী ১৪ নভেম্ভর। তার আগেই অবশ্য ভোটের সম্ভাব্য ফল জানিয়েছে দেশটির ফলোদীর কুখ্যাত সাট্টা বাজার বা জুয়ার বাজার। ভারতে জুয়া বাজার নিষিদ্ধ হলেও রাজস্থানের এ সাট্টা বাজারের রাজনৈতিক পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায়।

ফলোদীর সাট্টা বাজার মনে করছে, এবারও বিহারে এনডিএ জোটই ক্ষমতায় আসতে চলেছে। সাট্টা বাজারের দাবি, ২৪৩ আসনের বিহারে ১২৮ থেকে ১৩৪টি আসন জিততে পারে বিজেপি, নীতীশ কুমারের জেডিইউ।

সরকার গঠনের জন্য ১২২টি আসনের চেয়ে কয়েকটি আসন বেশি পেতে পারে এনডিএ। অন্যদিকে, ৯৩ থেকে ৯৯টি আসন পেয়েই বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-কে সন্তুষ্ট থাকতে হবে বলে দাবি সাট্টা বাজারের জুয়াড়িদের।

এসএইচ