মিশরে সড়ক দুর্ঘটনায় ৩ কূটনীতিক নিহত, আহত ২

দুর্ঘটনার স্থান পরিদর্শন করছে মিশর পুলিশ
দুর্ঘটনার স্থান পরিদর্শন করছে মিশর পুলিশ | ছবি: সংগৃহীত
0

মিশরের রিসোর্ট শহরখ্যাত শারম আল শেখে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কাতারের ৩ কূটনীতিকের। আহত হয়েছেন আরও দুই জন। কায়রোতে কাতারি দূতাবাস তিন কূটনীতিকের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে পাঁচ জন কাতারি যাত্রী ও মিশরীয় চালক ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শারম আল শেখ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রাস্তায় বাঁক নেয়ার সময় কূটনীতিকদের গাড়িটি উল্টে যায়। এরপর তাদের শারম আল শেখ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হলে সেখানে ঐ ৩ কূটনীতিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আগামীকাল (সোমবার, ১৩ অক্টোবর) এ শহরেই আন্তর্জাতিক একটি সামিটে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও উপস্থিত থাকবেন ২০ দেশের প্রতিনিধি। মৃত কূটনীতিকরা এ বৈঠকে যোগ নিতে কাতারের প্রতিনিধি দলের সঙ্গে মিশরে এসেছিলেন কী না তা জানা যায়নি।

ইএ