এদিকে, ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস আংশিকভাবে সম্মত হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এসময়, আগামী কয়েকদিনের মধ্যে সব জিম্মিদের ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু।
আরও পড়ুন:
এ বক্তব্যের পর, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তেল আবিবের হস্টেজ স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিশেষ এ স্কয়ারটিতে নিয়মিত বিক্ষোভ করছেন ইসরাইলিরা।
এছাড়া, আলাদা একটি পোস্টে ট্রাম্প দাবি করেছেন, প্রাথমিকভাবে গাজার নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মেনে নিয়েছে ইসরাইল। হামাস সবুজ সংকেত দিলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে জিম্মি ও বন্দিবিনিময় শুরু হবে।





