৭০০ কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টার গড়বে মাইক্রোসফট

৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে মাইক্রোসফট
৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে মাইক্রোসফট | ছবি: সংগৃহীত
0

সারাবিশ্বে শীর্ষস্থানীয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে একে অন্যকে পেছনে ফেলতে বিপুল পরিমাণের অর্থ ব্যয় করে চলেছে। সাতশো কোটি ডলার ব্যয়ে বিশাল আকারের কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এটি নির্মাণ করা হচ্ছে। নতুন এ প্রকল্পটি গেলো বছর প্রায় সাড়ে তিনশো কোটি ডলার ব্যয়ে তৈরি মাউন্ট প্লেজেন্ট ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত হবে।

আরও পড়ুন:

মাইক্রোসফটের দাবি, এ প্রকল্পটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সুপার কম্পিউটার থাকবে। যা কয়েক লাখ শক্তিশালী চিপকে একত্রিত করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে প্রাথমিক ডাটা সেন্টারটি আগামী বছর চালু হলে পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।

আর দ্বিতীয় ডাটা সেন্টারটি চালু হলে নিয়োগ পাবে আরও আট শতাধিক মানুষ। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত পূরণেও কাজ করবে।

এফএস