মোদির জন্মদিনে ‘বন্ধু’ সম্বোধন করে ট্রাম্পের শুভেচ্ছা

নরেদ্র মোদি ও ডোনাল্ড  ট্রাম্প
নরেদ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) মোদির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এসময় মোদির নেতৃত্বের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। অপরদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। পোস্টে দুই নেতাই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। ট্রাম্প-মোদির ফোনালাপকে দু’দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

উচ্চহারে মার্কিন শুল্কারোপ ইস্যু কেন্দ্র করে গেলো কয়েক মাস ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে। রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় সেই সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। গেলো মাসে এর জেরে নয়াদিল্লির ওপর ৫০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠকেও আসেনি শুল্ক কমানোর ঘোষণা।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাজার থেকে ভুট্টা আমদানি না করলে ভারত মার্কিন বাজার হারাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

এমন পরিস্থিতিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের পর এ প্রথম মোদির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ফোনালাপের পর মোদির নেতৃত্বের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, মোদির সঙ্গে চমৎকার আলাপ হয়েছে তার।

আরও পড়ুন:

অপরদিকে, আরেক পোস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। এছাড়াও, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্ক ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান তিনি। পাল্টাপাল্টি পোস্টে দুই নেতাই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন।

ট্রাম্প-মোদির এ ফোনালাপকে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমাতে এরইমধ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ভারতীয় প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। যদিও বৈঠক থেকে এখনও ইতিবাচক কোনো সাড়া পায়নি নয়াদিল্লি।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একাধিক পোস্টে মোদি ও ট্রাম্প যুক্তরাষ্ট্র-ভারতে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইঙ্গিত দেন। যদিও বাস্তবচিত্র ভিন্ন। তবে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের এ ফোনকল দুই নেতার মধ্যে বরফ গলাতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

এফএস